কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন পলক

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তার স্বজনরা। কাঠগড়ায় ছিলেন তিনি।

- Advertisement -

এ সময় তিনি বাইরে তাকিয়ে স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করছিলেন। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়েই কাঁদতে থাকেন তিনি।

- Advertisement -google news follower

আজ বুধবার (৯ জুলাই) সকালে পলকসহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। সকাল সোয়া ১০টার দিকে হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়।

এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে কাঁদতে দেখা যায়। শুনানি শেষে হাজত খানায় নেওয়ার সময়ও কাঁদতে দেখা যায়।

- Advertisement -islamibank

এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, পলক ভাইকে আজ যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আনা হয়। এদিন আদালতে এসে তিনি খবর পান, তার এলাকার কিছু লোক মারা গেছে। এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন।

উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট বিমানবন্দর থেকে পলককে আটক করে পুলিশ। পরে বেশ কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM