ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি যুদ্ধবিমান রাজস্থানের চুরু জেলায় বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে রুটিন প্রশিক্ষণ মিশনের সময় ভানোদা গ্রামের একটি কৃষিজমিতে বিমানটি ভেঙে পড়ে।
বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রুটিন প্রশিক্ষণ চলাকালে জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমানটি চুরুর কাছে দুর্ঘটনার শিকার হয়। এতে থাকা দুই পাইলট গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে দুর্ঘটনাস্থলে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি।
রাজলদেসরের স্টেশন হাউস অফিসার (এসএইচও) কমলেশ জানান, দুপুর ১টা ২৫ মিনিটে রাজলদেশর থানার অন্তর্গত ভানোদা গ্রামের একটি মাঠে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়।
আইএএফ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি আদালতীয় তদন্ত কমিটি (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরেই একাধিকবার ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়েছে, যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে। সূত্র : হিন্দুস্তান টাইমস