বিশ্বব্যাপী জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্রাউজার আনতে যাচ্ছে ওপেনএআই।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি এমন এক ব্রাউজার তৈরির কাজ করছে, যা এআই প্রযুক্তির মাধ্যমে ওয়েব ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকেই পাল্টে দিতে পারে।
এই ব্রাউজার ব্যবহারে ব্যবহারকারীরা আর আগের মতো নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কাজ করার প্রয়োজন অনুভব নাও করতে পারেন।
বরং চ্যাটজিপিটির মতো ইন্টারফেসে থেকেই নানা কার্যক্রম যেমন, রেস্তোরাঁর টেবিল রিজার্ভেশন, অনলাইন ফর্ম পূরণ ইত্যাদি সেরে ফেলতে পারবেন। এতে করে সময় ও প্রচেষ্টা দুটোই বাঁচবে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ গুগলের বিজ্ঞাপন-নির্ভর ব্যবসায় মাটিতে আঘাত হানতে পারে।
বর্তমানে গুগলের আয়ের বড় অংশ আসে বিজ্ঞাপন থেকে, যার বড় উৎসই হলো ক্রোম ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ।
অথচ ওপেনএআই সরাসরি ব্যবহারকারীদের চাহিদা ও কাজগুলো নিজের এআই এজেন্ট দিয়ে সম্পন্ন করাতে চাইছে যা গুগলের একাধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে।
বর্তমানে প্রতি সপ্তাহে চ্যাটজিপিটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি।
ধারণা করা হচ্ছে, এই ব্যবহারকারীদের একটা বড় অংশ যদি ওপেনএআইয়ের ব্রাউজারের দিকে ঝুঁকে পড়ে, তাহলে সেটি গুগলের বাজার দখলে বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে ওপেনএআই এই ব্রাউজার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে প্রতিষ্ঠানটির সাম্প্রতিক কার্যক্রম থেকে স্পষ্ট, তারা বড় পরিসরে প্রযুক্তিগত পরিসরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়।
২০২২ সালের শেষ দিকে চ্যাটজিপিটি প্রকাশের পর থেকেই প্রতিষ্ঠানটি প্রযুক্তি জগতে নতুন মাইলফলক তৈরি করছে।
চলতি বছরের মে মাসে তারা আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় অ্যাপলের সাবেক ডিজাইন প্রধান জনি আইভের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘আইও’ কিনে নেয় প্রায় ৬৫০ কোটি ডলারে, যা তাদের হার্ডওয়্যার খাতে প্রবেশের সংকেত দেয়।
তবে গুগল ক্রোমকে টেক্কা দেওয়া সহজ কাজ নয়। বর্তমানে এই ব্রাউজারের ব্যবহারকারী সংখ্যা ৩০০ কোটিরও বেশি এবং বিশ্ববাজারের দুই-তৃতীয়াংশের বেশি দখলে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সাফারির শেয়ার মাত্র ১৬ শতাংশ।
চ্যাটজিপিটির ৩০ লাখেরও বেশি পেইড বিজনেস ব্যবহারকারী এবং ওপেনএআইয়ের দ্রুত প্রযুক্তি উদ্ভাবনের দক্ষতা অনেককেই আশাবাদী করে তুলছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ওপেনএআইয়ের এআই-চালিত ব্রাউজার যদি ব্যবহারকারীদের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসে, তবে আগামী দিনে গুগলের বাজারে এক বড় পরিবর্তনের বার্তা এনে দিতে পারে।
জেএন/পিআর