কাঙ্ক্ষিত ফল না পেয়ে আত্মহত্যা করল ৫ ছাত্র-ছাত্রী, চেষ্টা দুজনের

শিক্ষা ডেস্ক :

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই)। পরীক্ষার ফলে কেউ আনন্দে আত্মহারা, কেউ আবার বিমর্ষ অবস্থায় দিন পার করছে। আবার কেউ বেছে নিচ্ছে আত্মহননের পথ।

- Advertisement -

সর্বশেষ তথ্যমতে, বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশের পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৫ জন ছাত্র-ছাত্রী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে, আর চেষ্টা করেছে দুজন।

- Advertisement -google news follower

ফলাফলে অকৃতকার্য হওয়ার অভিমানে শুধু গাইবান্ধার পৃথক স্থানে তিন ছাত্রী গলায় ফাঁস নিয়েছেন। এর মধ্যে তাসলিমা আক্তার দিশা ও লাবন্য খাতুন মারা গেছেন। এছাড়া প্রাণে রক্ষা পেয়েছেন রুম্পা আক্তার নামের এক শিক্ষার্থী।

এছাড়া ফলাফলে অকৃতকার্য হওয়ায় হবিগঞ্জের মাধবপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ফারজানা আক্তার প্রীতি (১৬) ও কক্সবাজারে প্রিয়তম রুদ্র (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

- Advertisement -islamibank

এছাড়া বগুড়ার শেরপুরে গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী।

এদিকে, কুষ্টিয়ার খোকসা উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে রাব্বি বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, গাইবান্ধার সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বুড়িখামার গ্রামের তুহিন মিয়ার মেয়ে ও ওয়ালিফ হাসানের স্ত্রী তাসলিম তিশা এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে।

এ কারণে স্বামীর বাড়ির ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তিনি গাইবান্ধা এনএইচ মর্ডান স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

এদিকে পলাশবাড়ী উপজেলার নুরপুর গ্রামের শিক্ষক আশরাফুল আলমের মেয়ে লাবন্য খাতুন এবার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। এরপর অভিমান করে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে এই ছাত্রী।

অপরদিকে সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ সন্তোলা গ্রামের উজ্জ্বল মোল্লার মেয়ে রুম্পা আক্তার এসএসসি পরীক্ষায় পাস করতে না পেরে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

তখন বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন রয়েছে রুম্পা আক্তার।

বগুড়ার শেরপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই এলাকার আব্দুল বারীর মেয়ে এবং আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে রাব্বি বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বিকেলে এই ঘটনা ঘটে।

রাব্বি খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামের চান্নু বিশ্বাসের ছেলে। সে রমানাথপুর কলেজিয়েট স্কুল থেকে মানবিক বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফলাফলে রাব্বির ইংরেজি দুটি পত্রসহ মোট চারটি বিষয়ে ফেল ধরা পড়ে। ফলাফল জানার পর মানসিক চাপে পড়ে সে।

একপর্যায়ে বিকেলে নিজের ঘরে গিয়ে বিষপান করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM