বিএনপি সর্বদা সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত : তারেক রহমানের উপদেষ্টা

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, ‘সন্ত্রাস দমনে অন্তর্বর্তী সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে বিএনপি সর্বদা প্রস্তুত। জননিরাপত্তা ও যেকোনো নাগরিকের সুরক্ষার প্রশ্নে কোনো আপস নেই।’

- Advertisement -

শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এসব কথা উল্লেখ করেন তিনি।

- Advertisement -google news follower

ড. মাহদী আমিন লেখেন, ‘সন্ত্রাসীর কোনো আদর্শ নেই, কোনো রাজনীতি নেই। যেকোনো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী গ্রেফতার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

তারেক রহমানের উপদেষ্টা লেখেন, ‘দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে — এটাই বিএনপির নীতি।’

- Advertisement -islamibank

তিনি লেখেন, ‘একই সাথে, রাষ্ট্রযন্ত্রকে হতে হবে কঠোর। ফিরিয়ে আনতে হবে আইনের অনুশাসন, প্রতিষ্ঠা করতে হবে সামাজিক স্থিতিশীলতা।’

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM