চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশের সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সৈকতের পাশে আউটার রিং রোডস্থ ধুমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম জুবায়ের শেখ। সে খুলনা জেলার বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নের বাসিন্দা। পেশায় সে একজন পোশাক শ্রমিক।
চট্টগ্রাম নগরে একটি কারখানায় কাজ করার সুবাধে তার পরিবার নিয়ে বর্তমানে চট্টগ্রাম নগরের মাইলের মাথা এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিং রোডের ধুমপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল জুবায়ের। এ সময় একটি কাভার্ড ভ্যান এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে বন্দর থানায় নেওয়া হয়। লাশ নিতে নিহত কিশোরের বড় বোন থানায় এসেছেন।
এসব তথ্য নিশ্চিত করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানালেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন।
জেএন/পিআর