সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা ক্যাম্প

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর পরিচালিত জে এ এম ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে এক দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্পে দেশের প্রবীণ ও খ্যাতনামা ডাক্তারদের সমন্বয়ে প্রায় ৬৫ থেকে ৭০ জন চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় প্রায় দুই হাজারের বেশি রোগী সেবা গ্রহণ করেন।

- Advertisement -google news follower

চক্ষু চিকিৎসায় যারা অপারেশনের পরামর্শ পেয়েছেন, তাদের জন্য আগামী ১৯ জুলাই চট্টগ্রাম লায়ন্স ক্লাবে অপারেশনের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. কদর এবং সঞ্চালনা করেন বকতিয়ার উদ্দিন। পুরো কর্মসূচির সমন্বয়কের দায়িত্বে ছিল লায়ন্স ক্লাব অব চিটাগং বন্ধন।

- Advertisement -islamibank

এ সময় আসলাম চৌধুরী বলেন, “আমি দীর্ঘ নয় বছর কারাবন্দি থাকার কারণে এলাকার মানুষের কোনো কাজে আসতে পারিনি। যতদিন বেঁচে থাকবো, মানুষের সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখবো, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে উপস্থিত জাহিদুল হাসান কচি সীতাকুণ্ডের সাংবাদিকদের বিরাজমান সমস্যাগুলো দুই পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ জানান।

এছাড়া ক্যাম্প চলাকালে সীতাকুণ্ড পৌর বাজার কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্রার্থীদের আসলাম চৌধুরীর সাথে সাক্ষাৎ করতে দেখা যায়।

সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল সীতাকুণ্ড থানা পুলিশ প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM