রাস্তার ওপরেই সিলিন্ডারে লিকেজ হয়ে থেমে গেল কাভার্ডভ্যান,অতঃপর…

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার ব্যস্ততম সড়কে হঠাৎ সিলিন্ডার লিকেজ হয়ে দাঁড়িয়ে পড়ল গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যান।

- Advertisement -

রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বন্ধ হয়ে যায় যান চলাচল।

- Advertisement -google news follower

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি নিরাপদে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, গ্যাস সিলিন্ডারে লিকেজ হওয়ায় একটি কাভার্ডভ্যান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়।

- Advertisement -islamibank

এতে আতঙ্কিত হয়ে পথচারীরা ফায়ার সার্ভিসে ফোন দেয়। পরে আমাদের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে যাওয়ায় গাড়িতে থাকা সিলিন্ডারগুলো কোন প্রতিষ্ঠানের তা সঠিকভাবে জানা যায়নি। তবে নিরাপত্তার জন্য পুলিশের সহায়তায় সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানটি থানায় নিয়ে যাওয়া হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ