হারানো ১২ মোবাইলফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরে হারিয়ে যাওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালী থানা পুলিশ।

- Advertisement -

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আজ রবিবার (১৩ জুলাই) প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ওসি মো. আব্দুল করিম।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, সম্প্রতি থানায় করা একাধিক সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অনুসন্ধানে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনগুলোর অবস্থান শনাক্ত করে টিম কোতোয়ালী।

পরে থানার এসআই মো. বাহার মিয়ার নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হারিয়ে যাওয়া মোবাইলগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

- Advertisement -islamibank

মোবাইল হস্তান্তরের সময় ওসি মো. আব্দুল করিম বলেন, “জিডি করা প্রতিটি ঘটনার তদন্তে আমরা আন্তরিকভাবে কাজ করি। প্রযুক্তির সহায়তায় আমরা অনেক হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে পেরেছি।

প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দিতে পেরে অত্যন্ত খুশী লাগছে যোগ করলেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM