চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ষাটোর্দ্ধ বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম নুরুল আলম (৬৫)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।
গতকাল শনিবার তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর শুক্রবার তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সবশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সময়ে চট্টগ্রামে নতুন করে আরও ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় জানায়, এখন পর্যন্ত চট্টগ্রামে ৬০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এ বছর। মারা গেছেন ৩ জন। বর্তমানে ৩৭ জন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। জুলাই মাসে মোট আক্রান্ত ১৬৪ জন।
জেএন/পিআর