পেকুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বনবিভাগ

অনলাইন ডেস্ক

কক্সবাজারের পেকুয়ায় এক একর জায়গা দখল করে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ।

- Advertisement -

রবিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ডালার মুখ এলাকায় বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম সহযোগী হিসেবে এ অভিযান পরিচালনা করেন।

- Advertisement -google news follower

উপজেলার টৈটং সৌনাইছড়ি মৌজার সংরক্ষিত বনের (আর এস দাগ নং-৩১১, বিএস দাগ নং-৭০০১) বারবাকিয়া বিটের অধীনে এক একর জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে সৌদি প্রবাসী হেলাল উদ্দিন।

বিষয়টি বনবিভাগ জানতে পারলে ফরেস্ট আইনে একটি মামলা দায়ের করেন হেলাল উদ্দিনের বিরুদ্ধে।

- Advertisement -islamibank

পরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আনোয়ারুল কবিরের আদালত বিষয়টি আমলে নিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আদেশ দেন।

আজ রবিবার বনবিভাগ এবং যৌথ বাহিনীর উদ্যোগে পরিচালিত অভিযানে এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, বারবাকিয়া বিটের অধীনে এক একর জায়গা দখল করে পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM