কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাইয়ান নূর আবু সামিম (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে এ ঘটনা ঘটে।
রাইয়ান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজার শহরে ঘোনারপাড়াস্থ বৈর্দ্যঘোনা এলাকায়। সে মো. ইসমাইলের ছেলে।
সৈকতে উদ্ধার কাজে নিয়জিত সি-সেইফ লাইফ গার্ডের সদস্য ওসমান গনি জানান, আজ বুধবার সকালে রাইয়ানসহ ৯-১০ জন বন্ধু স্কুল মাঠে ফুটবল খেলার পর শৈবাল পয়েন্টে গোসল করতে যায়।
এক পর্যায়ে রাইয়ান পানিতে ভেসে যেতে থাকলে স্থানীয় জেলেরা এবং তার সঙ্গীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ৮ জুলাই সৈকতের হিমছড়ির বাতিঘর পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী, পরে ২ জনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান নামের এক শিক্ষার্থী।
জেএন/পিআর