চীনের প্রতিষ্ঠান শাওমি একের পর এক নতুন ডিভাইস বাজারে নিয়ে আসছে। সম্প্রতি শাওমি মি ৯ এর রেন্ডার ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। তা থেকে জানা যায়, এতে ৩টি রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
প্রথমে শুরু করা যাক ফোনটির পেছন থেকে, এর পেছনে থ্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এর মধ্যে মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের এবং অন্য দুটি হলো ১৮ ও ৮ মেগাপিক্সেলের।
এইবার আসা যাক ফোনের সামনে, এতে ব্যবহার করা হয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। সেলফি তোলার জন্য ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।
এতে কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৮৫৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ফাস্ট চার্জিং এর সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ফোন চার্জ হবে খুব দ্রুত।
শাওমি মি ৯ এর ঘোষণা আগামী মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আসতে পারে। এছাড়া এই ইভেন্টে রেডমি নোট ৭ প্রো উন্মোচিত হবে।