সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে পুরোপুরি উন্মুক্ত প্রতিযোগিতায় চলে যাওয়ার পক্ষে প্রস্তাব দিতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে কোটা সংস্কারে গঠিত কমিটি। সোমবার (১৩ আগস্ট) সচিবালয়ে কমিটির সভাপতি ও মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের কমিটি কোটা অলমোস্ট উঠিয়ে দেওয়ার পক্ষে। তবে সুপ্রিম কোর্টের একটি অবজার্ভেশন আছে, সেটা হলো মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণ করতে হবে অথবা খালি থাকলে তা পূরণ করতে হবে। এটার ওপর সরকার কোর্টের মতামত চাইবে। তবে এটাকেও যদি রহিত করে দেয়, তাহলে কোটা একেবারেই থাকবে না। আর কোর্ট যদি রায় দেয়, ওই অংশটুকু রাখতে হবে, তাহলে ওই অংশটুকু রেখে বাকি সব ধরনের কোটা তুলে দেওয়া হবে। এটা প্রাথমিকভাবে আমাদের কমিটির সিদ্ধান্ত।
তিনি বলেন, আমরা মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে যে সুপারিশ রেডি করেছি তা হলো, কোর্টের সাথে সামঞ্জস্য রাখা।
শফিউল আলম বলেন, আমাদের সিদ্ধান্ত হলো- যতদূর সম্ভব কোটা বাদ দিয়ে মেরিটে (মেধা) চলে যাওয়া। আমরা এখন পুরোপুরি উন্মুক্ত প্রতিযোগিতায় চলে যাব। এটা আমাদের কমিটির প্রাথমিক প্রস্তাবনা।
জয়নিউজ/আরসি