জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আজ থেকে চট্টগ্রামে মাসব্যাপী নানান অনুষ্ঠানমালা শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেল ৫টার দিকে এম এ আজিজ স্টেডিয়ামে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’ প্রদর্শিত হবে।
বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজিত হচ্ছে।
এর মধ্যে থাকছে গণঅভ্যুত্থানের স্মৃতি, চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের স্মৃতিচারণ, জুলাইয়ের গান ও ড্রোন শো। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
শিল্পকলা একাডেমির সূত্র জানায়, অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিতি থাকবেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালক এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দরাও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, আজ বুধবার বিকেল ৫টায় ‘কথা ক’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের শুরুতেই বে অব বেঙ্গল, ব্যান্ডদল চিম্বুক, শিল্পী হান্নান ও মাশা সংগীত পরিবেশন করবেন।
পরে জুলাই অভ্যুত্থানকে নিয়ে নির্মিত ‘জুলাই বিষাদ সিন্ধু’, ও ‘জুলাই বীরগাথাঁ’ প্রদর্শিত হবে। সন্ধ্যায় কণ্ঠশিল্পী পারসা মাহজাবীন ও ব্যান্ড দল শিরোনামহীন সংগীত পরিবেশন করবেন।
রাত ৯টায় বিশেষ আকর্ষণ হিসেবে শুরু হবে মিউজিক্যাল ‘ড্রোন শো’। বাংলাদেশ সরকার এবং চীন সরকার যৌথভাবে এই ‘ড্রোন শো’তে ১ হাজার ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে।
১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েরা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। শহীদ মিনারের উপরে সেই জীবন্ত মুহূর্তটাকে প্রদর্শন করা হবে ‘ড্রোন শো’র মাধ্যমে।
ড্রোন শো’র প্রথম ধাপে দেখানো হবে কীভাবে বাংলাদেশ জুলাই এসে পৌঁছালো। দ্বিতীয় ধাপে দেখানো হবে কেমন করে ১৪ তারিখে গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাইয়ের সূচনা হলো।
জেএন/পিআর