জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জুলাই যোদ্ধাদের নিয়ে আগামীকাল ‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এছাড়া, দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘আবরার ফাহাদ’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে।
কর্মসূচি অনুযায়ী এ দিনে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণ-অভ্যুত্থানে আহতদের অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান আয়োজন করা হবে।
১৭ জুলাই স্মরণে ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘শিকল-পরা ছল’। ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৪ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে।
সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সকল মোবাইল গ্রাহকের কাছে ভিডিওটির ইউআরএল প্রেরণ করা হবে।
জেএন/পিআর