জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আজ দুপুর দেড়টায় ঢাকায় বায়তুল মুকাররম মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মুহিবুল্লাহিল বাকী।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার, মোঃ মহিউদ্দিন, ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজনের জন্য গতকাল ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়।
জেএন/পিআর