চট্টগ্রামে করোনায় আরও ছয় জন আক্রান্ত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের ৮টি হাসপাতাল ও ল্যাবে ৭১ জনের করোনা পরীক্ষা করে ছয় জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

- Advertisement -

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

- Advertisement -google news follower

আক্রান্ত ছয় জনের মধ্যে নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৩ জনের পরীক্ষায় ছয় জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তারা সবাই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ২০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৮৪ জন নগরীর এবং ২২ জন জেলার অন্যান্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ১০০ ও পুরুষ ১০৫ জন রয়েছেন।

- Advertisement -islamibank

চট্টগ্রামে গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং জুলাই মাসে ১ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮টি হাসপাতালে ৭১ জনের পরীক্ষা হয়। এর মধ্যে একটি ল্যাবে ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়।

‘করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM