শাসনব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যেই ওয়াসিমরা শহীদ হয়েছিল: নাছির

অনলাইন ডেস্ক

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, জুলাই আগস্টের গণ‌ অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আহ্বান জানিয়ে ফেসবুকে লিখেছিল, চলে আসুন ষোলশহর।‌ বিরোধী দলের রাজনীতিতে যুক্ত থাকার কারণে ওয়াসিমের চাকরি পাওয়ার সুযোগ ছিল না। সেদিন ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে ওয়াসিম সহ তানভীর সিদ্দিকী, হৃদয়রা শহীদ হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তাদের আত্মার মাগফেরাত ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।

- Advertisement -

বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যান সংলগ্ন দক্ষিণ সড়কে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বীর শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের বীরত্বগাথা স্মরণে চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, আজ গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাই। জুলাইয়ের এইদিন সাঈদ-ওয়াসিমদের শহীদ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু রাষ্ট্র কোন কর্মসূচি গ্রহণ করেনি। আজকের এইদিনে গোপালগঞ্জে যাওয়া এনসিপির কতটা যুক্তিসঙ্গত তা জনগণের কাছে আমাদের প্রশ্ন। দেশের সৎ ও সাহসী প্রশাসনিক লোকজনকে জামাতের পরামর্শে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে আওয়ামী উচ্ছিষ্টভোগীদের পদায়ন করা হয়েছে। তাই আইনশৃঙ্খলার অবনতি বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে।

নাছির আরো বলেন, একুশ শতকের সাথে তাল মিলিয়ে আমরা সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করছি। কিছুদিন আগে চুয়েটে ছাত্রদলের ঘোষিত কমিটিকে কেন্দ্র করে গুপ্ত সংগঠন সাধারণ ছাত্রদের ব্যানারে মববাজি করেছিল। সে সাথে চুয়েট উপাচার্য মববাজির পক্ষ নেয়ায় আমি নিন্দা প্রকাশ করছি। কেউ প্রকাশ্য রাজনীতিতে আসলে আমরা স্বাগত জানাবো। কিন্তু গুপ্ত ভাবে কোন অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করলে ছাত্রদল তা শক্তভাবে মোকাবেলা করবে। জামাতের ডঃ শফিকুল ইসলাম আওয়ামী সন্ত্রাসীদের স্টাইলে বিএনপির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। জনাব তারেক রহমানের বিরুদ্ধে অযৌক্তিকভাবে যে অশ্লীল কটুক্তি করা হয়েছে আমরা মনে করি অবিলম্বে তারা ভুল স্বীকার করবে। শিবিরের নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানে তাদের সম্পৃক্ততার উল্লেখযোগ্য ডকুমেন্ট দিতে ব্যর্থ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে দেশের সকল প্রতিষ্ঠানে কমিটি গঠন করবে ছাত্রদল। কেউ বাধা প্রদান করলে তার সমুচিত জবাব দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।

- Advertisement -islamibank

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহ‌ইয়া বলেছেন,
শহীদ ওয়াসিম ফেসবুকে লিখেছিল, সাধারণ ছাত্রদের পাশে প্রাণের সংগঠন এই পরিচয়ে আমি শহীদ হবো। দলীয় পরিচয়ে ওয়াসিম শহীদ হয়েছিল। অথচ তার ক্যাম্পাস চট্টগ্রাম কলেজে নিয়মিত মববাজি করা হচ্ছে। একটি সংগঠন একাত্তরকে পকেটস্থ করে ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। আরেকটি সংগঠন ২৪শের অভ্যুত্থানকে পকেটস্থ করার অপচেষ্টা করছে। তারা আওয়ামী লীগের সাথে কুসুম কুসুম প্রেম করে আজ হামলার শিকার হয়েছে। তারা গুম থেকে ফিরে আসা সালাউদ্দিন আহমেদকে নিয়ে অশ্লীল কটুক্তি করছে যা তাদের অপরিপক্কতার বহিঃপ্রকাশ। দেশের সরকারকে কোন দায় না দিয়ে সব দোষ তারেক রহমানকে দেয়া হচ্ছে। সরকার শুধুমাত্র ভালো গুলোর দায় নিচ্ছে। যাকে বলা হয় পাওয়ার উইথ‌আউট রেসপনসিবিলিটি।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি যথাক্রমে ইজাজুল কবির রুয়েল, আরিফুল ইসলাম আরিফ, কাজী জিয়াউদ্দিন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে ফারুক হোসেন, বায়েজিদ হোসাইন, মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, লক্ষীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোঃ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল মোঃ দেওয়ান, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন, ফাহিমুর রহমান, লক্ষীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম নিলয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ সহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল জেলা, উপজেলা/থানা ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM