বিভিন্ন অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ব্যাংক হিসাবে থাকা সোয়া এক কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৬ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। অবরুদ্ধ হওয়া এসব ব্যাংক হিসাবে ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ২১৮ টাকা রয়েছে।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ১১ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন করে ভোগদখলে রেখে অপরাধমূলক অসদাচরণ করেন হাছান মাহমুদ।
এ ছাড়া ৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৭৬ লাখ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন। তার মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্যদের নামে ১২১টি সন্দেহজনক হিসাব পরিচালিত হচ্ছে।
এসব লেনদেনে তার মেয়ে ও দুই ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের সম্পৃক্ততা স্পষ্ট। এসব সম্পদ হাছান মাহমুদের জ্ঞাত আয়বহির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
জেএন/পিআর