হাছান মাহমুদের মেয়ের ৪ হিসাব অবরুদ্ধ

অনলাইন ডেস্ক

বিভিন্ন অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ব্যাংক হিসাবে থাকা সোয়া এক কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

বুধবার (১৬ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। অবরুদ্ধ হওয়া এসব ব্যাংক হিসাবে ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ২১৮ টাকা রয়েছে।

- Advertisement -google news follower

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ১১ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন করে ভোগদখলে রেখে অপরাধমূলক অসদাচরণ করেন হাছান মাহমুদ।

এ ছাড়া ৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৭৬ লাখ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন। তার মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্যদের নামে ১২১টি সন্দেহজনক হিসাব পরিচালিত হচ্ছে।

- Advertisement -islamibank

এসব লেনদেনে তার মেয়ে ও দুই ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের সম্পৃক্ততা স্পষ্ট। এসব সম্পদ হাছান মাহমুদের জ্ঞাত আয়বহির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM