পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ

অনলাইন ডেস্ক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

- Advertisement -

গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন।

- Advertisement -google news follower

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। নতুন বোর্ডে চেয়ারম্যান করা হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে, যিনি বিগত সরকারের আমলে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার নিয়োগে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশ ছিল।

চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ও তদন্ত

- Advertisement -islamibank

চেয়ারম্যান হওয়ার পর ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। ৩ জুলাই তাকে ডেকে পদত্যাগ করতে বলার পরও তিনি পদে থাকার জন্য বিভিন্ন মহলে লবিং শুরু করেন।

এরই মধ্যে মঙ্গলবার (১৫ জুলাই) তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পরদিন বৃহস্পতিবার (১৬ জুলাই) সংস্থাটি ইসলামী ব্যাংকে বিশেষ অভিযান চালায়। অভিযানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি কী ধরনের সুবিধা নিয়েছেন এবং কোনো বিদেশ সফরে ব্যাংকের খরচ নিয়েছেন কি না — এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

বিশেষভাবে আলোচিত একটি ঘটনা হলো, তিনি সম্প্রতি এক মাসের জন্য যুক্তরাষ্ট্র সফরে যান— পরিচালনা পর্ষদকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে। কেবল মৌখিকভাবে জানান, তিনি একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ক্রেডিট লাইন ইস্যুতে বৈঠকে যাচ্ছেন। তবে ব্যাংকিং বিধি অনুযায়ী, এ ধরনের বিষয় সাধারণত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আওতায় পড়ে এবং চেয়ারম্যানের এ ধরনের বৈঠকে অংশগ্রহণের সুযোগ সাধারণত থাকে না।

পরবর্তী চেয়ারম্যান নিয়ে আলোচনা

চেয়ারম্যান পদে স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে বসানো হতে পারে বলে আলোচনায় রয়েছে।

ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ফলে অবশেষে পদত্যাগ করলেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ, যা ইসলামী ব্যাংকের পরিচালনায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ