অভিনেত্রী ঐন্দ্রিলা সরকার শ্লীলতাহানির শিকার!

বিনোদন ডেস্ক :

টলিগঞ্জ অভিনেত্রী ঐন্দ্রিলা সরকার। শুটিং থেকে ফেরার পথে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অজ্ঞাত পরিচয়ের চার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

- Advertisement -

বুধবার গভীর রাতে শুটিং ফ্লোর থেকেই ফিরছিলেন তিনি। সঙ্গে ছিল অভিনেত্রীর চার বন্ধুও।

- Advertisement -google news follower

ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়, যাদবপুরের সুলেখা মোড়ের কাছে একটি চায়ের দোকানে এসে দাড়ান অভিনেত্রী ও তার চার পুরুষ বন্ধু।

এরপর সেখানে চা খেয়ে অনলাইনে খাবার অর্ডার দেন তারা। তখন রাত তিনটে। ঠিক সেই সময় একটি গাড়ি পাশ কাটিয়ে বেরোয় তাদের। গাড়ির মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি অভিনেত্রীর দিকে ছুড়ে দেন অশালীন মন্তব্য।

- Advertisement -islamibank

অচেনা ব্যক্তির থেকে হঠাৎ এমন মন্তব্য আসায় প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ঐন্দ্রিলা। পরে গাড়ি থামিয়ে আবারও অশালীন মন্তব্যের সঙ্গে এবার অশালীন ইঙ্গিত দেন চারজনের ওই দলটি।

ঐন্দ্রিলার কথায়, ‘আমরা ভদ্রভাবে কথা বলছিলাম তাদের সঙ্গে। কিন্তু তারা কিছুতেই নিজেদের আচরণ ঠিক করছিলেন না। আমার গায়ে হাত তোলার পরেও থামেননি। শ্লীলতাহানির চেষ্টা করেন।

তখন আমার বন্ধুরা প্রতিবাদ করে ওঠে। এরপর পুলিশের গাড়ি পেট্রোলিং-এ আসে।’

‘তখন এই ঘটনা দেখতে পেয়ে ওদের থানায় নিয়ে যান। সমানে তারা হুমকি দিতে থাকে, যে একবার থানা থেকে বেরলে আমাদের অবস্থা খারাপ করে দেবে। আমায় অ্যাসিড ছুড়ে মারার হুমকিও দেন।’

অভিনেত্রী আরও বলেন, ‘থানায় গিয়ে প্রাথমিকভাবে দুপক্ষকে বিষয়টা মিটিয়ে নেওয়ার কথা বলে পুলিশ। কিন্তু আমরা সেটা চাইনি। এরপর তাদের পরিবারের লোকজন এসে খুব কাকুতি মিনতি করেন।’

তার ভাষ্যে, ‘তখন একবার ভাবি, বিষয়টা কথা বলে যদি মেটানো সম্ভব হয়! কিন্তু ওই দুই ব্যক্তির আচরণ তখনও একইরকম।

কর্মরত পুলিশকে পর্যন্ত হুমকি দিতে ছাড়ছেন না। এরপর আর কোনো কিছু ভাবতেই পারিনি। এফআইআর দায়ের করি। ততক্ষণে ভোর হয়ে যায়।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ