ফ্রি ইন্টারনেট ডে আজ, যেভাবে পাবেন ১ জিবি ডেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

গেল বছরের ১৮ জুলাই তারিখে দেশজুড়ে ইন্টারনেট শাটডাউনের এক বছর পূর্তিতে এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের অংশ হিসেবে আজ শুক্রবার থেকে ৫ দিন মেয়াদে দেশের সকল মোবাইল গ্রাহক বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন।

- Advertisement -

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের সকল মোবাইল ফোন অপারেটরদের প্রতি এই প্রস্তাব রাখে।

- Advertisement -google news follower

মোবাইল অপারেটররা স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের ৫ দিন মেয়াদে ১ জিবি করে ফ্রি ইন্টারনেট দিচ্ছে।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, অপারেটররা গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এ বিষয়ে আগেই অবহিত করেছে।

- Advertisement -islamibank

যেভাবে ফ্রি ডেটা পাওয়া যাবে:
আজ ১৮ জুলাই থেকে পরবর্তী ৫ দিনের মধ্যে গ্রাহকদের তাদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করে ১ জিবি ফ্রি ডেটা অ্যাক্টিভেট করতে হবে।

ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807# নম্বরে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে প্রথমে মোবাইল এবং পরদিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।

ফলে ১৮ জুলাই দেশের সব ধরনের ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই ঘটনার বার্ষিকীতে স্মারক হিসেবে এবার সাধারণ গ্রাহকদের জন্য বিনামূল্যে ইন্টারনেট ডেটা প্রদান করা হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ