চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন টাইগারপাস মোড়ের একটি নালা থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রিকশাচালকের নাম মো. মামুন (৩৭)। সে নগরীর আমবাগানের একটি কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে।
মৃত রিকশাচালকের স্ত্রী জানায়, তিনি পেশায় রিকশাচালক হলেও আজ শুক্রবার সকাল ৮টার দিকে এক জায়গায় বৈদ্যুতিক কাজে যাওয়ার কথা বলে একটি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। পরে পুলিশের মাধ্যমে জানতে পারি নালা থেকে তার মরদেহ পাওয়া গেছে।
তিনি কিভাবে নালায় পড়ল এবং মৃত্যুর ঘটনায় পুলিশের একটি টিম তদন্ত করছে বলে জানায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
জেএন/পিআর