বোয়ালখালীতে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নস্থ বেঙ্গুরা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১২ হাজার ৪শ ৭০ টাকা এবং ৫টি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে গোপন সোর্সের খবরে যৌথবাহিনীর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের খিতাপচর আদু খাঁ বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে মো.নাছির উদ্দিন (৫০) ও একই ইউনিয়নের বেঙ্গুরা আনুমিয়া পেশকার বাড়ির নাসির উদ্দিনের ছেলে মো.জোবাইর হোসেন আরমান (২২)।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ