চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের ইয়াসিন সওদাগর বাড়িতে বিষধর সাপের কামড়ে মারা গেছে মুনতা মুনছুর মাহি (১১) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আনোয়ারা থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মাহি উপজেলার পরৈকৌড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছত্তরহাট ভিংরোল ইয়াসিন সওদাগর বাড়ির প্রবাসী মনসুর উদ্দিনের বড় মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
নিহতের চাচা নাইম জানান, ‘ভোরে মাহি নামাজ পড়ে কোরআন শরিফ পড়ছিল। এরপর বাংলা বই নিতে গেলে হঠাৎ বিষধর সাপটি তার কপালে কামড় দেয়।
সাথে সাথে আমরা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পথে সে মারা যায়।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘সাপে কাটা রোগী হাসপাতালে আনার পর তাকে বিষধর সাপে কামড় দিয়েছে, নাকি সাধারণ সাপে কামড় দিয়েছে তা পর্যবেক্ষণ করা লাগে।
অ্যান্টিভেনম দেওয়ার পর রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়। কিন্তু তা বেশি সময় সাপেক্ষ ও প্রয়োজনীয় ব্যবস্থা থাকা লাগে। এজন্য ওই রোগীকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।’
জেএন/পিআর