চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওবায়দুল্লাহ (২২) নামের এক যুবক।
শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের আনোয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে ছেলের দুর্ঘটনার খবর শুনেই স্ট্রোক করে মারা গেছেন তার মা হাসিনা খাতুন (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডায়াবেটিসে আক্রান্ত হাসিনা খাতুন চিকিৎসার জন্য হাটহাজারী যাচ্ছিলেন সিএনজিচালিত অটোরিকশায়।
পেছন থেকে মোটরসাইকেল নিয়ে আসছিলেন তার ছোট ছেলে ওবায়দুল্লাহ। পথে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয় তার মোটরসাইকেল। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওবায়দুল্লাহর দুর্ঘটনার খবর শুনে পথেই স্ট্রোক করেন হাসিনা খাতুন। হাটহাজারীর সরকারহাট এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হাসিনা খাতুনের দুই ছেলে। তাদের মধ্যে ছোট ওবায়দুল্লাহ। তিনি একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করে সংসার চালাতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ। তিনি বলেন, কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।
জেএন/পিআর