চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পৌরসদরের জলদী ৭ নম্বর ওয়ার্ড এলাকা দিয়ে পাচারের সময় ৪ হাজার পিস ইয়াবাসহ আব্দুল করিম (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) গোপন সোর্সের খবরে সকাল সাড়ে ৯টার সময় ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তার আব্দুল করিম আনোয়ারা উপজেলার পশ্চিম রাইপুর ৬ নম্বর ওয়ার্ড কালিগো বাড়ি এলাকার ছবির আহমদের ছেলে।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে একই দিন বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জেএন/পিআর