মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আকিব (২৪) নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ শনিবার (১৯ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের গিনাজি ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে।

‎নিহত শাহরিয়ার ওই গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল আজিজের বড় ছেলে। তিনি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

নিহতের ‎পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি নির্মাণ কাজের জন্য পানির মোটর চালানোর সময় আকিব বিদ্যুৎস্পৃষ্ট হন।

- Advertisement -google news follower

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ