ফটিকছড়ির রিকশাচালক সন্তোষের হাত-পা বাঁধা মরদেহ মিলল খালে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে ১১ দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া রিকশা চালক সন্তোষ নাথের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

রবিবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের লালপুল সংলগ্ন এলাকার একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

- Advertisement -google news follower

মৃত সন্তোষ নাথ একই ইউনিয়নের লালপুল এলাকার বাসিন্দা পরিমল নাথের ছেলে। মরদেহটি উদ্ধারের সময় পরনে ছিল একটি লুঙ্গি ও এস্ রঙের শার্ট।

নিহতের বাবা পরিমল নাথ জানান, তার ছেলে ১১ দিন আগে (৯ জুলাই) থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে লেলাং খাল থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। টাকা-পয়সা সংক্রান্ত ঝামেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

- Advertisement -islamibank

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে খাল থেকে মরদেহটি উদ্ধার করে টিম ফটিকছড়ি।

ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ