চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রঙ্গম কনভেনশন হলের নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে।
নিহত শ্রমিক ফখরুল ইসলামের বাবা মো. সেলিম বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন।
এর আগে, গত শুক্রবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলে এ দুর্ঘটনা ঘটে।
ওই ভবনের শ্রমিক মো. নুরুল আলম বলেন, ‘রঙ্গম কনভেনশন হল ভবনটি ১১ তলার। ওই তিন জন ৯ তলায় কাজ করছিলেন। হঠাৎ তিন জনই একসঙ্গে নিচে পড়ে যান।
পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর দুই জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত শ্রমিকরা হলেন- নোয়াখালীর চরজব্বার এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো. হাসান, একই জেলার সেলিমের ছেলে ফখরুল ইসলাম এবং আবুল কালামের ছেলে রাশেদ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, শুক্রবার দুপুরে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে তিন জন শ্রমিক মারা যাওয়ার ঘটনায় মৃত তিন শ্রমিকের পক্ষ থেকে ফখরুল ইসলামের বাবা মো. সেলিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলাটির তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জেএন/পিআর