বোয়ালখালীতে সিএনজি চালকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী রোহাই পাড়ার একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে এক সিএনজি অটোরিকশা চালক আত্মহত্যা করেছে।

- Advertisement -

গতকাল শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

মৃত সিএনজি চালকের নাম মুসলেহ উদ্দিন আরমান (২৫)। সে ভোলা জেলার বাসিন্দা মফিজুল হবের ছেলে। তবে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে সে বোয়ালখালী উপজেলায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছেন।

জানা গেছে, সাড়ে তিন বছর আগে আরমান আনোয়ারা উপজেলার পিংকি আকতারকে বিয়ে করেন। তাদের সংসারে ফারহান নামের দেড় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

- Advertisement -islamibank

আরমানের বোন নাছিমা আকতার বলেন, গতকাল রাতে বাইরে থেকে বিরিয়ানি কিনে এনে সকলে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যায়।

রাত প্রায় ১টার দিকে তার স্ত্রী পিংকি আকতারকে নামাজ আদায়ের কথা বলে বসত ঘরটির একটি ফাঁকা কক্ষে যায় আরমান। দীর্ঘ এক ঘন্টারও বেশি সময় সে তার শয়ন কক্ষে ফিরে না আসায় স্ত্রী পিংকি তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.শাহজাহান বলেন, খবর পেয়ে রাতেই আরমানের মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরমান ঘরের সিলিংয়ের বাঁশের ডাসার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ