চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন।
রোববার (২০ জুলাই) রাত ১০টার দিকে নেতাকর্মীরা মাদ্রাসায় পৌঁছান। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা তাদের বরণ করে নেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন হাটহাজারীর বাসিন্দা মোহাম্মদ ফয়সাল বিন আজিম।
ভিডিওতে দেখা যায়, গাড়ি নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করেন নাহিদ ইসলাম। তাকে ঘিরে উচ্ছ্বসিত মাদ্রাসার শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ গণমাধ্যমকে বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মাদ্রাসায় গেছেন নাহিদ ইসলামসহ নেতাকর্মীরা। সেখান থেকে আবার নগরে ফিরে আসবেন। সোমবার (২১ জুলাই) সকালে যাবেন খাগড়াছড়ি জেলায়। সেখানে পদযাত্রা কর্মসূচি পালিত হবে। এরপর খাগড়াছড়ি থেকে ফেনীতে কর্মসূচি হবে।
এর আগে আজ রোববার রাত আটটায় চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ করে নেতাকর্মীদের কয়েকজন রওনা দেন বিপ্লব উদ্যান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের হাটহাজারী মাদ্রাসায়।
নাহিদ ইসলাম ছাড়াও মাদ্রাসায় সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ প্রমুখ। নেতাকর্মীরা হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।
১ জুলাই থেকে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে এনসিপি। এর অংশ হিসেবে আজ বিকেল পাঁচটায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকা থেকে পদযাত্রা শুরু করে দলটি। গত বছরের ১৮ জুলাই বহদ্দারহাটে আন্দোলন চলাকালে পাঁচজন শহীদ হন। বহদ্দারহাট হয়ে উঠেছিল প্রতিরোধের কেন্দ্র। এ কারণে সেই বহদ্দারহাট এলাকা থেকেই চট্টগ্রামের পদযাত্রা শুরু হয়। পরে বিপ্লব উদ্যানে এসে পদযাত্রা শেষে সমাবেশ করেন নেতাকর্মীরা।
জেএন/এমআর