মাফিয়া-লুটেরাদের কারণে চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি

নতুন বাংলাদেশ গড়তে নতুন চট্টগ্রাম চাই: নাহিদ

ফেনীতে জুলাই পদযাত্রা আজ

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম, বাধা দিলে লড়াই বাধবে। আজও বলছি, বাধা দিয়ে তারুণ্যের শক্তি এনসিপিকে থামানো যাবে না।

- Advertisement -

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে রোববার রাতে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

- Advertisement -google news follower

তিনি বলেন, ‘মাফিয়া-লুটেরাদের কারণে চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমরা নতুন বাংলাদেশ গড়তে নতুন চট্টগ্রাম চাই।’

কক্সবাজারের চকরিয়ায় পথসভায় বিএনপি নেতাকর্মীর বাধার কারণে রোববারের কর্মসূচিতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

- Advertisement -islamibank

শনিবার রাতে কর্ণফুলীর মইজ্জ্যারটেক থেকে সোয়াটের নিরাপত্তায় শীর্ষ নেতাদের পর্যটন মোটেল সৈকতে নেওয়া হয়। ডক স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয় হোটেলে।

রোববার বিপ্লব উদ্যানেও সেনাবাহিনী, র‍্যাব, মেট্রোপলিটন পুলিশ, রিজার্ভ পুলিশ, গোয়েন্দা পুলিশ ও এপিবিএনের সদস্যরা সতর্ক ছিলেন। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ছিল বাড়তি পুলিশ।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ভিত্তি। কেউ চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকালে একসঙ্গে বিপ্লব ঘোষণা করা হবে।বাংলাদেশ

ফ্যাসিস্ট তাড়াতে ঢাকার পর দ্বিতীয় দুর্গ হয়ে দাঁড়িয়েছিল চট্টগ্রাম। আবারও ফ্যাসিস্ট তৈরি হলে চট্টগ্রাম প্রতিরোধ করবে। আমরা চট্টগ্রামকে গুটি কয়েক পরিবারের হাতে তুলে দেব না।’

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘নতুন বাংলাদেশ আর লুটেরাদের দেখতে চায় না। ১০ হাজার কোটির কাজ ৫০ হাজার কোটি হয়ে যায়। প্রজেক্ট ছোট হোক, বড় হোক– হিসাব দিতে হবে।’

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সুন্নি-অসুন্নি দেখতে চাই না। সব ধর্মের মানুষের নিরাপদে ধর্ম পালন দেখতে চাই। এ দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক হাসান আলী, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদ, স্বাগুপ্তা মিশমা, যুগ্ম মূখ্য সংগঠক সৈয়দ ইমন, জাওয়াদ করিম, যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।

সকালে নগরীর নিউমার্কেট এলাকায় শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলামসহ শীর্ষনেতারা।

নাহিদ বলেন, ‘আমরা ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে আছি। আপনারা দেখেছেন, গোপালগঞ্জে আমাদের সঙ্গে কী হয়েছে? বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা আসছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনও স্বৈরাচারের দোসর রয়েছে।’

মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে
রাঙামাটি শহরের বনরূপা এলাকায় পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘বাহাত্তরের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালিদের সঙ্গে, ধর্ম নিরপেক্ষতার নামে অন্যান্য ধর্মের সঙ্গে বিভেদ তৈরি করা হয়েছে।

আমরা বিভেদের ঊর্ধ্বে উঠে সব জনগোষ্ঠীর মর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চাই। আমরা মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে চাই।’

দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মুজিববাদী সংবিধানে জাতিসত্তার স্বীকৃতি না দিয়ে সবাইকে জোর করে বাঙালি করা হয়েছিল। এনসিপি সে ব্যবস্থা দূর করতে চায়।’

উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমার কথায় ভুল থাকলে সংশোধন করে নেব। পার্বত্য এলাকায় কোনো চাঁদাবাজ-ধান্ধাবাজের জায়গা হবে না।’

পদযাত্রার কারণে ভোগান্তিতে পড়ে রাঙামাটির এইচএসসি পরীক্ষার্থীরা। তারা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করে।

ফেনীতে জুলাই পদযাত্রা আজ
ফেনী সংবাদদাতা জানান, এনসিপির জুলাই পদযাত্রা ফেনীতে আসবে আজ সোমবার। বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন ও মহিপালে পথসভা হবে। এর পর সার্কিট হাউজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা।

কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় নেতারা। কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী বলেন, ‘ফেনীর প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছে।’

এদিকে, এনসিপির কর্মসূচি ঘিরে একটি মহল সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ