চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)তে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল রবিবার (২০ জুলাই) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ২৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে খাতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে যেকোনো শিক্ষার্থী তার পরীক্ষার খাতা কোর্স প্রতি ২ হাজার টাকা দিয়ে পুনর্মূল্যায়ন করতে পারবেন।
তিনি বলেন, দুইজন শিক্ষক শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন করবেন। যদি খাতা পূনর্মূল্যায়নে নম্বর পরিবর্তন হয় (বেড়ে যায়) তাহলে প্রদান করা টাকা শিক্ষার্থী ফেরত পাবে।
পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।
সর্বশেষ বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের ফলাফলে ইচ্ছাকৃত ভরাডুবির অভিযোগ তুলে খাতা পুনর্মূল্যায়নের দাবি জানান বিভাগটির শিক্ষার্থীরা।
এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জেএন/পিআর