চিকিৎসকের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে: শ্রম উপদেষ্টা

অনলাইন ডেস্ক

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

- Advertisement -

মঙ্গলবার (২২ জুলাই) সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সাখাওয়াত বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে।’

- Advertisement -google news follower

তিনি বলেন, ‘এই পরিবারগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত। একটা বাচ্চা না থাকা… আমি তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের শোক সইবার শক্তি দিন।’

এমন জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্নে তোলেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, বিমানের ব্লাক বক্সের হিস্ট্রি পাওয়া গেলে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। এটি কী অবহেলা নাকি বিমানের ত্রুটি সে বিষয়ে জানা যাবে।

- Advertisement -islamibank

তিনি বলেন, ‘আমি ডিপার্টমেন্টকে বলবো, এ ধরনের ট্রেনিং কোথায় করতে হবে, এগুলো নতুন করে দেখা প্রয়োজন।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ