কাতারে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার প্রবাসী যুবক রায়হান নিহত

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের উত্তরপাড়া এলাকার যুবক মো. রায়হান।

- Advertisement -

গতকাল সোমবার (২১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টার সময় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দ্রুতগতির গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

- Advertisement -google news follower

রায়হানের আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের প্রতিবেশী মাহমুদুল আলম জানান, প্রতিদিনের মতো কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন মো. রায়হান। সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

- Advertisement -islamibank

প্রায় পাঁচ বছর ধরে কাতারে কঠোর পরিশ্রম করছিলেন রায়হান। দেশের অর্থনীতিতে রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখা এই প্রবাসী যুবক তার পরিবার-পরিজনের স্বপ্ন পূরণের আশায় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন।

তার এই অকাল প্রয়াণ প্রবাসে কর্মরত হাজারো বাঙালির সংগ্রামের করুণ পরিণতিকেই আবার সামনে এনেছে।

রায়হানের মৃত্যুর খবর তার নিজ এলাকা রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের উত্তরপাড়ায় পৌঁছালে শোকের মাতম শুরু হয়। তার স্ত্রী ও একমাত্র সন্তান দেশে রয়েছে।

পরিবারের সদস্যরা তার ফিরে আসার অপেক্ষায় ছিলেন, কিন্তু এখন তারা দেখছেন নিথর দেহটি কফিনবন্দী হয়ে ফিরছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রায়হানের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রবাসীদের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু সবসময়ই দেশের পরিবারগুলোতে গভীর শূন্যতা তৈরি করে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ