নিহতদের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় জামায়াতের দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

ঢাকার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

- Advertisement -

আজ মঙ্গলবার বাদে জোহর বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

- Advertisement -islamibank

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল,হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোসেন, ফখরে জাহান সিরাজী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমদ, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, নায়েবে আমির আবদুল হান্নান, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঢাকার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি।

নিহতদের রুহের মাগফিরাত এবং আল্লাহ যাতে তাদের শাহাদাতের মর্যাদা দান করেন সেই দোয়া করছি। আহতদের আল্লাহ দ্রুত সুস্থ করে দিন।

তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও এমন লক্করঝক্কর বিমান দিয়ে প্রশিক্ষণ দেয়া কোনভাবেই কাম্য নয়। তাছাড়া প্রশিক্ষণ হবে একেবারে খালি জায়গায়। যেখানে থাকবে জনমানব শূন্য।

কিন্তু রাজধানীর মতো এতো জনবহুল এলাকায় এমন দুর্ঘটনা বিমান বাহিনীর দুর্বলতা প্রকাশ করে। বিমান বাহিনী দেশের সম্পদ। তাদের প্রশিক্ষণের জন্য আরও উন্নত ও আধুনিক বিমানের ব্যবস্থা করা জরুরি।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ