রিয়াজউদ্দীন বাজারের ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১১টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব।

- Advertisement -

অবৈধ নকল প্রসাধনী ও শিশু খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস সামগ্রী মজুদ ও বিক্রয়ের অভিযোগে এ অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া অভিযানে ২১৮ লিটার নকল সয়াসস, নকল লাক্স সাবান ৫১১টি এবং বিভিন্ন প্রকার মেয়াদোত্তীর্ণ কসমেটিকস মালামাল জব্দ করে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

- Advertisement -google news follower

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, জব্দ করা অবৈধ নকল প্রসাধনী ও শিশু খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস সামগ্রী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ