আবুধাবি যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ফতে আলী মুন্সি বাড়ি থেকে বের হয়েছিলেন মৃত আহমদ হোসেনের ছেলে লেয়াকত।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরেও পৌছেছিলেন সময়মতো। কিন্তু বিদেশ যাওয়া হলো না এ প্রবাসীর। ইমিগ্রেশন কক্ষে প্রবেশের পর হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। লেয়াকতের সংসারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
জানা গেছে, লেয়াকত ৩০ বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা করতেন। ৬ মাস আগে তিনি দেশে এসে পরিবার পরিজনদের সাথে সময় কাটান।
লেয়াকতের চাচাতো ভাই গোলাম মুস্তফা জানান, দেশে আসার পর আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে ফের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যায় বিমান বন্দরে যান লেয়াকত।
ফ্লাইট ধরার কিছুক্ষণ আগে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তিনি পড়ে যান। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হলেও তিনি আর বেঁচে ছিলেন না।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জেএন/পিআর