কর্ণফুলীতে ছিনতাই চক্রের চার সদস্য আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের নতুন উপজেলা কমপ্লেক্সের গেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (২২ জুলাই) রাতে গোপন সোর্সের খবরে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে তাদের আটক করে কর্ণফুলী থানা পুলিশের ভ্রাম্যমান দল।

- Advertisement -google news follower

আটক চারজন হলেন—পটিয়ার জিরি ইউনিয়নের মো. আব্দুল হামিদ ওরফে হালিম (২৪), কোতোয়ালী থানার খোয়াজনগরের মো. সাজেদুর রহমান ওরফে সজিব (২২), কক্সবাজারের উখিয়ার নুর আলম ওরফে শাহীন (১৯) এবং কর্ণফুলীর চরলক্ষ্যার নেজাম উদ্দিন ওরফে রেজোয়ান (১৯)।

আটক চারজনেরই বয়স ২০ বছরের নিচে হলেও ছিনতাই জগতে তারা ‘পরিচিত মুখ’ বলে দাবি করে পুলিশের পক্ষ থেকে বলা হয়, আটককৃতরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।

- Advertisement -islamibank

তারা কখনও যাত্রী সেজে সিএনজিতে ওঠে, কখনও নির্জন সড়কে চলন্ত গাড়ি আটকে যাত্রীদের মালামাল লুট এবং রাতের আঁধারে পথচারীদের টার্গেট করে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে থাকে।

সোমবার রাতে তারা সংঘবদ্ধ হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যে অভিযান চালিয়ে চক্রটির ৪ সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আটক চারজনের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ