ক্রিকেটে যে লজ্জার রেকর্ড বাড়িয়েই চলেছে ভারত!

অনলাইন ডেস্ক

ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজে টানা চারটি টেস্টেই টস হেরেছেন ভারত অধিনায়ক শুভমন গিল। এই নিয়ে টানা ১৪ টেস্টে টস হারলেন ভারত অধিনায়করা।

- Advertisement -

লর্ডস টেস্টেই টস হারের বিশ্বরেকর্ড গড়েছিল ভারত। ম্যাঞ্চেস্টারে টস হেরে শুভমন গিল সেই রেকর্ডকে আরও শক্ত পোক্ত করলেন।

- Advertisement -google news follower

অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টেই টস হারলেন শুভমন। টস ভাগ্য তাঁকে সঙ্গ দিচ্ছে না। শুধু তাঁকে নয়, ভারতের কোনও অধিনায়কের সঙ্গেই নেই টস ভাগ্য।

গত জানুয়ারিতে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে শেষ বার টস জিতেছিল ভারত। তার পর থেকে টানা ১৪ ম্যাচে টসে হেরেছে ভারত।

- Advertisement -islamibank

এর মধ্যে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি২০ ম্যাচ এবং তিনটি এক দিনের ম্যাচ। গত চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচেও টস জিততে পারেননি রোহিত শর্মা।

টানা টস হারার বিশ্বরেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের দখলে। ১৯৯৯ সালে টানা ১২টি ম্যাচে টস হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস হেরে ভারত সেই বিশ্বরেকর্ড স্পর্শ করেছিল। লর্ডসে আবার শুভমন টস হারায় নতুন রেকর্ড গড়েছিল ভারত।

ম্যাঞ্চেস্টার টেস্টেও টস হেরে নিজেদের বিশ্বরেকর্ডকেই আরও পোক্ত করল ভারতীয় দল। অধিনায়ক পরিবর্তন হলেও ভারতীয় দলের টস ভাগ্যের কোনও বদল হচ্ছে না।

এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম দিনের শেষে ভারত তুলেছে ২৬৪/‌৪। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (১৯) ও শার্দূল ঠাকুর (১৯)।

তবে প্রথম দিনের শেষে ভারত অধিনায়ক শুভমান গিলকে চিন্তায় রাখবে ঋষভ পন্থের চোট। টেস্টের বাকি সময়টায় তিনি যে অনিশ্চিত হয়ে পড়লেন। ক্রিস ওকসের ডেলিভারি তাঁর বুটে আছড়ে পড়ার সময়ে পন্থ ব্যাট করছিলেন ৩৭ রানে।

অবসৃত পন্থের জায়গায় ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। যিনি লর্ডস টেস্টে মরিয়া লড়াইয়ের পরও তীব্র সমালোচিত হন।

বৃষ্টির ভ্রুকুটি। সঙ্গে মেঘলা আবহাওয়া। ইংরেজ অধিনায়ক বেন স্টোকস টস জিতে তাই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি। ভারতীয় দলে কিন্তু হল একাধিক বদল। এই সম্ভাবনা ছিল। টেস্ট অভিষেক হল অংশুল কম্বোজের। বাদ পড়েছেন করুণ নায়ার।

প্রথম টেস্টের পর ফের প্রথম একাদশে ফিরলেন সাই সুদর্শন। দলে এসেছেন পেসার অলরাউন্ডার শার্দূল ঠাকুরও। ফর্মে না থাকায় বাদ গেলেন করুণ নায়ার। এলেন সাই সুদর্শন। চোটের জন্য নেই আকাশ দীপ ও নীতীশ কুমার রেড্ডি। তাঁদের জায়গায় এলেন অংশুল কম্বোজ ও শার্দূল ঠাকুর।

ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল ভারতকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেওয়ার কাজটা করেন। দলীয় রান যখন ৯৪, তখন লোকেশ রাহুল ফেরেন ব্যক্তিগত ৪৬ রানে।

ভারতের দুই ওপেনার যশস্বী জয়েসওয়াল ও লোকেশ রাহুল ভারতকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেওয়ার কাজটা করেন। দলীয় রান যখন ৯৪, তখন লোকেশ রাহুল ফেরেন ব্যক্তিগত ৪৬ রানে। যশস্বী অর্ধশতরান করে ফেরেন ৫৮ রানে। সাই সুদর্শন ভাল খেলছিলেন।

কিন্তু ৬১ করার পর স্টোকসের বল লেগ সাইডে বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে ক্যাচ আউট হন। বলা ভাল উইকেট ছুঁড়ে দিয়ে আসা। অধিনায়ক গিল (‌১২)‌ রান পাননি। ইংরেজ বোলারদের মধ্যে স্টোকস পেয়েছেন দুই উইকেট।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ