চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমজাদ হোসেন (২২) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন স্থানীয় ৭নং ওয়ার্ডের মালবাড়ির আলী আহাম্মদের ছেলে। সংসার জীবনে তার স্ত্রী ও দুটি অবুঝ কন্যা সন্তান রয়েছে।
নিহতের ছোট ভাই রিয়াদ হোসেন জানান, ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘুম থেকে উঠে বাইরে যায় আমজাদ।
এই সময় রিকশার ব্যাটারির চার্জের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার স্ত্রী রিকশার পাশে আমজাদকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।
পরে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানালেন তাকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছেন।
বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, আজ ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
জেএন/পিআর