চট্টগ্রাম চেম্বারে কারিগরি শিক্ষা বিষয়ক “হাই-লেভেল পলিসি ডায়লগ অন ফিউচার স্কিলস” শীর্ষক ২৩ জুলাই রাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
আইএলও এর প্রোগ্রেস প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. কে এম কবিরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়েব আহমদ খান, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শামসুর রহমান খান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন, চট্টগ্রাম চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা (অনলাইনে যুক্ত), আইএলও চিফ টেকনিক্যাল এডভাইজর এবং অফিস ইনচার্জ পিটার বেলেন (Mr. Peter Bellen), প্রবীণ ব্যবসায়ী ও সংগঠক একরামুল করিম চৌধুরী, ডায়গনষ্টিক ওনার এসোসিয়েশন এর সভাপতি ডা: এ কে এম ফজলুল হক, উইম্যান চেম্বারের পরিচালক আমেনা শাহিন ও প্রাক্তন সহ-সভাপতি আইভি হাসান, লুব-রেফ এর এমডি মোহাম্মদ ইউসুফ, কনফিডেন্স সিমেন্ট’র এমডি জহির উদ্দিন আহমেদ, টি.কে. গ্রæপের পরিচালক জাফর আলম, র্যানকন এফসি লিমিটেড এর সিইও তানভীর শাহরিয়ার রিমন, বিপিজিএমইএ এর পরিচালক শহীদুল ইসলাম চৌধুরী, ম্যাফ সুজ এর নির্বাহী পরিচালক শাহাদাত উল্লাহ, জিপিএইচ ইস্পাত লিমিটেড এর উপদেষ্টা ওসমান গণি চৌধুরী ও বিএসআরএম গ্রুপের রবিউল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা) ফাতেমা জাহান, রিহ্যাব এর চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম সরোয়ার, আইএলও এর প্রোগ্রেস প্রজেক্টের প্রাইভেট সেক্টর এনজেগমেন্ট অফিসার ওয়াসফি তামিম।
জেএন/পিআর