সেন্টমার্টিন দ্বীপে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ

অনলাইন ডেস্ক

মিয়ানমারের নারী ও শিশুসহ ২০ জন রোহিঙ্গাসহ একটি নৌকা নিয়ে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনুপ্রবেশ করেছে।

- Advertisement -

শুক্রবার (২৫ জুলাই) সকালে নৌকাটি সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে ভিড়েছে। ওই নৌকায় ১৬ জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু রয়েছে।

- Advertisement -google news follower

সেন্টমার্টিনে রোহিঙ্গা বোঝাই নৌকা অনুপ্রবেশের তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

স্থানীয়রা জানান, মিয়ানমারের কারাগার থেকে বের হয়ে বেশ কয়েকজন রোহিঙ্গা একটি নৌকায় চড়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করে। পরে বৈরী আবহাওয়ার কারণে রোহিঙ্গা বোঝাই নৌকাটি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ঢুকে পড়ে।

- Advertisement -islamibank

এরপর উত্তর-পশ্চিম বিচে আশ্রয় নেয় এসব রোহিঙ্গারা। স্থানীয়রা দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করে। পরে তাদের একটি হোটেলে নেওয়া হয়।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মুহাম্মদ সোলেইমান বলেন, সকালে ঝড়ো বৃষ্টির কবলে পড়ে মিয়ানমারের রোহিঙ্গাবোঝাই একটি নৌকা দ্বীপে সৈকতে পৌঁছে।

তারা নৌকা থেকে নেমে তীরে ঢুকে পড়ে। পরে বিজিবি তাদের হেফাজতে নেয়। সেখানে শিশুসহ রোহিঙ্গা নারী রয়েছে।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, রোহিঙ্গা বোঝাই একটি নৌকা দ্বীপে অনুপ্রবেশের বিষয়ে স্থানীয়দের কাছ থেকে শুনেছি। বিষয়টি বিস্তারিত আমি অবগত নই।

এদিকে সেন্টমার্টিনে অনুপ্রবেশের বিষয়ে টেকনাফের বিজিবি ও কোস্ট গার্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সীমান্তের একাধিক সূত্র জানায়, গত বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ায় দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

টানা ১১ মাস যুদ্ধের পর ৮ ডিসেম্বর আরকান আর্মি রাখাইন রাজ্যের ৮০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেয়।

মিয়ানমার থেকে গত ১৮ মাসে বাংলাদেশে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ