চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে গেলে অন্তত ২০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলা বাংলা বাজারের দরগাহ পাড়ায় কিং অব কমিউনিটি সেন্টারের সামনে নিয়ন্ত্রণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়া এলাকায় মারসা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়।
এ সময় বাসে থাকা ২০ যাত্রী আহত হয়েছেন। তবে নিহতের খবর পাওয়া যায়নি।
জেএন/পিআর