খাগড়াছড়িতে সশস্ত্র দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় দুটি আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকজন হতাহতের খবর পাওয়া গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -

শুক্রবার(২৫ জুলাই) রাত ৮টার দিকে দীঘিনালার দূর্গম নারাইছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে ইউনাইটেড পিপলল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল দল) ও সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে প্রায় তিনশ থেকে চারশ রাউন্ড গুলি বিনিময় হয়।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, এলাকায় অত্যন্ত দুর্গম। সেখানে পৌছানো সম্ভব নয়। তবে জানতে পেরেছি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কয়েকজনমারা যাওয়ার খবর শুনেছি তা নিশ্চিত নই।

- Advertisement -islamibank

তবে ইউপিডিএফ এর সংগঠক অংগ্য মারমা এমন ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ