কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন: ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

বোয়ালখালীতে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে একটি বগি বিচ্ছিন্ন হয়ে তিন ঘণ্টা ধরে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

- Advertisement -

শনিবার (২৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের বাহির সিগনাল এলাকা অতিক্রমকালে বগিটি বিচ্ছিন্ন হলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

- Advertisement -google news follower

পরে বিচ্ছিন্ন হওয়া বগিটি সরিয়ে নেয়া হলে সন্ধ্যা সোয়া ৬টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, বিকেল ৩টা ৮ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে। কিছুদূর যেতেই বাহির সিগন্যাল এলাকায় ট্রেনের কাপলিং বা বাফার সংযোগ ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় গার্ড বহনকারী শেষ বগিটি।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, মূল ট্রেনটি প্রায় ১০০ থেকে ১৫০ গজ সামনে গিয়ে থেমে যায়। পরে বিচ্ছিন্ন বগিতে থাকা ট্রেনের গার্ডদের তুলে নেয়া হয় এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে।

তবে বিচ্ছিন্ন বগিটি রেললাইনে পড়ে থাকায় সাময়িকভাবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিচ্ছিন্ন হওয়া বগিটি সরিয়ে নেয়া হলে সন্ধ্যা সোয়া ৬টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ