চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী লাবিবা লামিয়া তানহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

আজ সোমবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সামনের একটি ভবনের ৪র্থ তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

সহপাঠীদের দাবি, তিনি ডিপ্রেশনে ছিলেন; তবে জানালায় ‘ঝুলে থাকা’ এবং ‘পা মাটিতে লেগে থাকা’ অবস্থার কারণে মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য।

জানা গেছে, লামিয়া সেখানে তার বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তিনি চবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং একইসাথে শাখা ছাত্রদলের অনুসারী হিসেবেও সক্রিয় ছিলেন।

- Advertisement -islamibank

পারিবারিক সূত্রে জানা যায়, লামিয়া প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ছয়টি কোর্সে অকৃতকার্য হয়ে ড্রপ-আউট হন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

সোমবার সকাল সাড়ে ৯টায় ঘর পরিষ্কার করতে গিয়ে বাসার গৃহকর্মী জানালার পাশে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার বাবা-মা লাশটি নিচে নামান।

ঘটনাস্থলে উপস্থিত বাসার গৃহকর্মী বলেন, লামিয়া আপু জানালার সাথে ঝুলে ছিলেন। কিন্তু তার পা মাটিতে ছিল। আমি এখনও বুঝতে পারছি না, কিভাবে মারা গেল। ফাঁসি দিলে তো ঝুলে থাকতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, আমরা এসে দেখি লাশ তাদের পরিবার নামিয়ে ফেলেছে। তারা জানায় জানালার গ্রিলের সাথে ঝুলে সে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

এর আগে, গত বছরের ১ নভেম্বর এই বিভাগের একই বর্ষের তাজরিয়ান আহমেদ সোয়ারা (২১) নামের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ