ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৩ উইকেটের দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তারা টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ৫-০ ব্যবধানে। এর আগে টেস্ট সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে।
টানা ৮ ম্যাচ জিতেও তারা একটি রেকর্ড থেকে দূরেই রয়ে গেল। এক সফরে কোনো ম্যাচ না হেরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের।
২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে তারা সব সংস্করণ মিলিয়ে ৯-০ ব্যবধানে জিতেছিল। তাই অস্ট্রেলিয়া রয়ে গেল দুই নম্বরেই।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১৭০ রানে অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডারে ধস নামার পর পরের কেউ সেভাবে দায়িত্ব নিতে পারেননি। দলের হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৫২ রান করেন শিমরন হেটমায়ার।
এছাড়া রাদারফোর্ড ১৭ বলে ৩৫, জেসন হোল্ডার ১৫০ বলে ২০, ম্যাথু ফোর্ড ১০ বলে ১৫ রান করেন। অজিদের হয়ে ৪১ রানে ৩ উইকেট নেন বেন ডারউইশ।
রান তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। ১২ রানে প্রথম উইকেট হারানোর পর ২৫ রানে নেই তিনটি। ৬০ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ২৯ বলে ৬৩ রানের জুটি গড়েন ক্যামেরন গ্রিন আর অ্যারন হার্ডি।
গ্রিন ১৮ বলে ৩২, মিচেল ওয়েন ১৭ বলে ৩৭ আর হার্ডির ২৫ বলে অপরাজিত ২৮ রানের ছোট ছোট অবদানে অজিরা ১৮ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।
ম্যাচসেরা বেন ডারউইশ আর পাঁচ ম্যাচে ২০৫ রান করে সিরিজসেরা ক্যামেরন গ্রিন।
জেএন/পিআর